IQNA

বসন্তের তিলাওয়াত;

ভিডিও | লেবাননের ক্বারির কণ্ঠে বসন্তের আয়াত তিলাওয়াত

0:01 - March 24, 2021
সংবাদ: 2612507
তেহরান (ইকনা): ফার্সি নববর্ষের শুরুতে “ইকনা”র উদ্যোগে অনুষ্ঠিত “নতুন মৌসুমে বসন্তের আয়াত তিলাওয়াত” প্রকল্পে বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি কুরআন তিলাওয়াত করেছেন।

এতে ক্বারিগণ প্রকৃতির পুনরুত্থানের বিষয়ে বিভিন্ন আয়াত তিলাওয়াত করেছেন। আজ আপনাদের সম্মুখে লেবাননের বিখ্যাত ক্বারি “শাইখ মুহাম্মাদ নাবিল আমহাজ”-এর সুললিত কণ্ঠে সূরা “কাফ”-এর ৬ ও ৭ নম্বর আয়াত তুলা ধরা হল:

আয়াত এবং অনুবাদ:

أَفَلَمْ یَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ کَیْفَ بَنَیْنَاهَا وَزَیَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ ﴿٦﴾

 

(৬) তারা কি তাদের ঊর্ধ্বস্থিত আকাশের দিকে লক্ষ্য করেনি, আমরা তা কীরূপে সৃজন করেছি এবং সেটাকে শোভন করেছি এবং তাতে কোন ফাটল নেই।

 

وَالأرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَیْنَا فِیهَا رَوَاسِیَ وَأَنْبَتْنَا فِیهَا مِنْ کُلِّ زَوْجٍ بَهِیجٍ ﴿٧﴾

 

(৭) এবং ভূম-লকে করেছি বিস্তৃত, আর এতে পর্বতমালা স্থাপন করেছি এবং এর মধ্যে বিবিধ নয়নাভিরাম উদ্ভিদ উদগত করেছি।

iqna

 

captcha